BREAKING: আর্টিস্ট’স ফোরামের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন শঙ্কর চক্রবর্তী

0
1

টলিউডের আর্টিস্ট’স ফোরামের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এতো জটিলতার মধ্যে ফোরামের পদ দখল করে থাকার ইচ্ছা তাঁর নেই।

কিন্তু কেন? ঠিক ছিল দীর্ঘ লকডাউনে কাজ বন্ধ থাকার পর আজ অর্থাৎ, ১০ জুন আড়াই মাস পর টলিপাড়ায় শর্ত সাপেক্ষে ফের শোনা যাবে লাইট-ক্যামেরা-অ্যাকশন!

সেইমতো শিল্পীরাও অধীর আগ্রহে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। শ্যুটিং এখন বিশ বাঁও জলে। গত কয়েক ঘন্টায় দফায় দফায় আর্টিস্ট ফোরাম-সহ টলিউডের সমস্ত কর্মচারী সংগঠনগুলিকে নিয়ে মিটিংয়ের পরও শুটিং নিয়ে কাটেনি জট।

করোনা আবহে মূলত বিমা সংক্রান্ত সমস্যার দরুণ আর্টিস্ট ফোরামের সঙ্গে অন্য সংগঠনের বোঝাপড়ার অভাবের জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চলছে দোষারোপ-পাল্টা দোষারোপের পর্ব।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন, “আমরা বলেছিলাম, আমাদের শুটিং করতে কোনও বাধা নেই। কিন্তু এখনও বিমার নথিপত্র আমাদের হাতে আসেনি। তাই আর্টিস্টদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা চ্যানেল ও প্রযোজকদের অনুরোধ করেছিলাম, এই সময়ের মধ্যে কারও কোনও অঘটন ঘটলে তার দায়িত্ব যেন তাঁরা নেন, কিন্তু সেটা মানতে তাঁরা নারাজ।”

অন্যদিকে, ডব্লিউএটিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যানেল শুটিং শুরু করতে প্রস্তুত ছিল। কিন্তু যে দাবি আর্টিস্ট’স ফোরাম করেছে, সেটা চ্যানেল বা তাদের পক্ষে মানা সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য শ্যুটিং শুরু করা স্থগিত করা হলো।