উলটপুরাণ: ঐরাবতকে সম্পত্তি দান বিহারের ব্যক্তির

0
1

পশুর উপর লাগাতার নৃশংস আচরণের ঘটনা ঘটছে দেশের মাটিতে। কেরলে গর্ভবতী হাতিকে বাজি ভর্তি আনারস খাওয়া বা হিমাচল প্রদেশ গর্ভবতী গরুকে খাবারের সঙ্গে বাজি বেঁধে খাওয়ানোর মতো ঘটনা সামনে এসেছে। অবলা জীবের উপর এহেন আচরণে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। তবে ব্যতিক্রম চিত্রও আছে। নিজের পোষা হাতিদের সম্পত্তি লিখে দিয়েছে বিহারের এক ব্যক্তি।

বিহারের পাটনা অঞ্চলের বাসিন্দা বন্যপ্রাণপ্রেমী আখতার ইমাম। তাঁর দুটি পোষা হাতি রানি ও মোতি। নিজের সব সম্পত্তি তাদের বিয়ে দিয়েছেন ইমাম। তিনি বলেন, “মানুষের থেকে অনেক বেশি বিশ্বস্ত। বহু বছর ধরে হাতি দুটি আমার সঙ্গে রয়েছে। আমি চাইনা আমার মৃত্যুর পরে ওরা অনাথ হয়ে যাক। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।”