খুশির ঈদে এবার বাধা ছিল করোনা ভাইরাস। তাই ইতিহাসে প্রথমবার ঈদের দিনে খোলেনি দিল্লির জামা মসজিদের দরজা।এখন লকডাউন শিথিল করে মানুষকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরাচ্ছে সরকার। তারই অঙ্গ হিসাবে দীর্ঘ আড়াই মাস পর খুলেছিল জামা মসজিদের দরজা। মঙ্গলবার রাতেই জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির সচিবের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাই ফের জামা মসজিদ বন্ধ করে দেওয়া হতে পারে।এই মুহূর্তে করোনার জেরে দিল্লিতে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।
বুধবার ইমাম সৈয়দ আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, “দিল্লির পরিস্থিতি মোটেই ভাল নয়। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে মসজিদ খোলা না রেখে বন্ধ করে দেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে । বাড়িতে থেকেই নমাজ পড়ুন। আমরা যখন রমজান কিংবা ইদের সময় মসজিদে যাইনি তখন করোনার এই চরম অবস্থাতেও মসজিদে যাওয়ার কোনও মানে হয় না।”
উল্লেখ্য, মঙ্গলবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে জামা মসজিদের ইমামের সচিব আমানুল্লাহর মৃত্যু হয়েছে। গত ৩ জুন তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
শাহি ইমামের মন্তব্যকে সমর্থন করেছেন অধিকাংশই ।
জানা গিয়েছে, মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত দু’এক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।” তবে, নমাজের সময় নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































