আমফান দুর্গতদের পাশে দাঁড়ান, পুজো উদ্যোক্তাদের আবেদন সুজিত সরকারের

0
1

একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফান। এই দুইয়ের জেরে বিপর্যস্ত গোটা বাংলা। বাংলার ছবি দেখে ভিন রাজ্যে বা দেশের বাঙালিদের মন কেঁদেছে। সেই তালিকায় রয়েছেন চলচ্চিত্র পরিচালক সুজিত সরকার। সুন্দরবন সহ যেসব অঞ্চলে ঘরবাড়ি ভেঙে গিয়েছে সেখানকার মানুষদের সাহায্য করার আর্জি জানালেন পরিচালক।

দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দুর্গা পুজো ও কালী পুজো উদ্যোক্তাদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিচালক। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ” দুর্গা পুজো ও কালী পুজোর উদ্যোক্তাদের কাছে আবেদন- দুর্গা পুজো এবং কালী পুজোয় প্রচুর খরচ না করে, সেই অর্থ আমফান বিধ্বস্ত মানুষদের জন্য দিন। সে অর্থ দিয়ে তাঁদের সাহায্য এবং তাঁদের ঘরবাড়ি তৈরিতে খরচ করুন।” পিকুর পরিচালকের এই টুইট প্রকাশ্যে আসতেই একের পর এক রিটুইট হয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ দিনেশ ত্রিবেদী লেখেন, “আশা করি পুজো উদ্যোক্তারা কোভিড ১৯-এর থিম করে পুজোর প্যান্ডেল করবে না।”