দেশের প্রাক্তন রেলমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা দীনেশ ত্রিবেদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঙ্গলবারের বক্তব্যের জবাবে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১৮জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তো আপনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন? একবার জানার চেষ্টা করতে পারতেন! কিন্তু আপনি তো তা করেননি! এটা কি রাজনীতি করার সময়? এটা কি সেই সময় যখন আমরা পরস্পরকে দোষারোপ করব আর বলব আমার জামা আপনার থেকে সাদা! মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে নিজের পরোয়া না করে কাজ করছেন। দিল্লি থেকে ফরমান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী তা কার্যকর করছেন। সবাই মিলে কাজ করলেই তো দেশের উন্নতি হবে। একটি ভার্চুয়াল প্লাটফর্মে দাঁড়িয়ে সকলের একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু তা না করে অমিত শাহ আপনি দোষারোপের পর্ব চালিয়ে যাচ্ছেন! মনে রাখবে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বিজেপির নয, সারা দেশের। কিন্তু আপনার মঙ্গলবারের সভা ছিল পুরোটাই রাজনীতিতে ভরা।