এবার তামিলনাড়ুতে বিস্ফোরক বোঝাই মাংস খেতে দিয়ে শেয়াল মারা হল!

0
1

কেরলে একটি গর্ভবতী হস্তিনীকে বিস্ফোরক বোঝাই আনারস খাইয়ে মারার ক্ষত এখনও দগদগ করছে।
এরই মধ্যে তামিলনাড়ুর ত্রিচির জীয়াপুরম এলাকায় একটি শেয়ালকে বিস্ফোরক বোঝাই মাংস খেতে দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। এই ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ । এই ঘটনায় নারিকুরাভার উপজাতির ১২ জনকে গ্রেফতার করেছে বন দফতর। মাংসের মধ্যে থাকা বিস্ফোরকে শেয়ালটির চোয়াল দুফাঁক হয়ে যায়।
জানা গিয়েছে, ওই নারিকুরাভাররা দাঁত ও মাংসের জন্য শেয়ালটিকে মেরেছে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মধুর সন্ধানে একটি গ্রামে গিয়েছিল। ফেরার সময় তারা শেয়ালটিকে দেখতে পায়। তাকে শিকার করার জন্য মাংসের মধ্যে তারা দেশি বোমা পুরে দেয়। এতেই চোয়াল উড়ে যায় শেয়ালটির।
জীয়াপুরম স্টেশনের এক পুলিশ কনস্টেবল ওই নারিকুরাভারদের স্থানীয় চায়ের দোকানে চা খেতে দেখেন । সেই সময় তাদের ব্যাগ থেকে শেয়ালের লাশ উঁকি মারছিল।অভিযুক্তরা প্রত্যেকেই থিরুভেরুমবুর এলাকার কাছে পুলানকুড়ি কলোনির বাসিন্দা।