লকডাউনে পরিযায়ীদের যে কোনও সমস্যার সমাধানে একটি টোল ফ্রি নম্বর চালু করেছেন সোনু সুদ। তিনি স্বয়ং জানিয়েছেন, এর জন্যে একটি টিম গঠন করেছেন তিনি । প্রতি মুহূর্তে তাঁরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। অথচ এবার সেই সোনু সুদকেই বান্দ্রা টার্মিনালে ঢুকতে বাধা দিল পুলিশ। তাঁকে দেখা করতে দেওয়া হল না পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। নির্মল নগর পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর শশীকান্ত ভান্ডারের সাফাই, সোনু সুদকে স্টেশনে ঢুকতে বাধা দিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। ওইদিন স্টেশনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তিনি দেখা করতে যান । সেই সময়ে বাধা দেওয়া হয় সোনুকে। ওই পরিযায়ী শ্রমিকের সোমবার রাতে বান্দ্রা টার্মিনাস থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে উত্তর প্রদেশ রওনা হওয়ার কথা ছিল। যদিও সোনু সুদ এই বিষয়ে কোনও এফআইআর দায়ের করেননি।
প্রসঙ্গত, সোনু সুদকে নিয়েই ক্রমেই বাড়ছে রাজনৈতিক জলঘোলা। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নাকি তিনি বিজেপি-তে যোগ দিতে চলেছেন। এই সব গুজব উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং অভিনেতাই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.