করোনার বলি সৌদি আরবের রাজ পরিবারের সদস্য

0
1

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো সৌদি আরবের রাজ পরিবারের এক সদস্যের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম সোমবার এই খবর প্রকাশ করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সৌদি আরবের রয়্যাল কোর্ট প্রিন্স সৌদ বিন আবদুল্লাহার মৃত্যু হয়েছে। তবে মৃত্যু কারণ সম্পর্কে কোর্ট কোনও তথ্য দেয়নি। তবে বলা হয়েছে, রাজ পরিবারের সদস্য হাসপাতাল অথবা নিজেদের বাসভবনে কোয়ারেন্টাইন রয়েছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াদের গভর্নরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে রাজপরিবারের অন্তত দেড়শো জন আক্রান্ত হয়েছেন।