অমিত শাহর বক্তব্য নিয়ে একের পর এক কটাক্ষ তৃণমূল শিবির থেকে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, অমিত শাহর শুধু ভোটের খিদে। ওনার অভিসন্ধি মানুষ বুঝে ফেলেছেন এখন পরিষ্কারভাবে। মহামারির সঙ্গে যুদ্ধ করছে বাংলা। আমফানের সঙ্গে যুদ্ধ করছে বাংলা। আর এই বিপর্যয়ের মধ্যে রাজনীতি করছেন অমিত শাহ। বাংলার মানুষ জানেন এদের চরিত্রটা, জবাব দেবেন।