করোনা-কারণে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য ‘কর্মভূমি’ নামে নতুন ওয়েব পোর্টাল চালু করলো রাজ্যের তৃণমূল সরকার। করোনার জেরে যারা চাকরি খুইয়েছেন অথবা চাকরি ছেড়ে অন্য রাজ্য থেকে বাংলায় ফিরে এসেছেন, এরকম কর্মহীনদের জন্য ‘কর্মভূমি’ নামে নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
‘কর্মভূমি’ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পে দক্ষ ব্যক্তিরাও কর্মসংস্থানের সুযোগ পাবেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন।
ট্যুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমরা আইটি কর্মীদের জন্য ওয়েব পোর্টাল কর্মভূমি চালু করেছি এবং করোনার কারণে চাকরির পরিবর্তন খুঁজছি। বাংলার আইটি সংস্থাগুলির সাথে এখনই সংযোগ করুন। সবার জন্য আমার শুভেচ্ছা।”































































































































