সোমবার ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল পদের দায়িত্ব নিলেন এস মার্ভিন আলেকজান্ডার। ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের ১৯৮৭ সালের ব্যাচের তিনি অফিসার। দায়িত্ব নিয়েই আলেকজান্ডার বলেছেন, করোনা এখন মধ্যগগনে রয়েছে। একদিকে জীবনধারণ, আর অন্যদিকে পরিষেবা টিকিয়ে রাখা, আমার দ্বৈত চ্যালেঞ্জ। আলেকজান্ডার অ্যাটমিক এনার্জি বিভাগের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। পশ্চিমবঙ্গের সঙ্গে তিনি দায়িত্বে রয়েছেন আন্দামান-নিকোবর ও সিকিমের। করোনা পরিস্থিতির সময় ডাক বিভাগই কার্যত সমস্ত ধরণের ওষুধ লেনদেন থেকে পিপি কিট পৌঁছনর দায়িত্ব পালন করেছে ডাক বিভাগ। এই মুহূর্তে সেই দায়িত্ব আরও বাড়লো। রবীন্দ্রনাথের কবিতার উক্তি দিয়ে আলেকজান্ডার বলেছেন,… চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির…





























































































































