সম্প্রতি, বিভিন্ন মহলে মুকুল রায়ের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। জল্পনা, তিনি নাকি নরেন্দ্র মোদির ক্যাবিনেট জায়গা পাচ্ছেন! সত্যি কি তাই? এই প্রশ্নের জবাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সোজাসাপটা উত্তর, “আমি নিজে মন্ত্রী নই। কাউকে মন্ত্রিত্ব দেওয়ার ক্ষমতাও আমার নেই। সেটা দিল্লির নেতারা বলতে পারবেন। এমন খবর অন্তত আমার কাছে নেই।”
এরপরই নিজেকে একটু সামলে নিয়ে দিলীপ ঘোষ মুকুলের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রসঙ্গে কৌশলে ধোঁয়াশা তৈরি করেন। তিনি বলেন, “এ রাজ্যে থেকে দু-জন মন্ত্রী আছেন। যদি আরও একজন-দুজন মন্ত্রী হন তাহলে তো ভালোই। মুকুল রায় অনেক সিনিয়র লিডার। কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে বরিষ্ঠ নেতা মুকুলদার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। কাকে মন্ত্রী করবে, না করবে।”
নিজের মন্ত্রী হওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, “আমি নিজেই জানি না। জানার আগ্রহ নেই। সবকিছুই মিডিয়ার তৈরি করা গল্প।”





























































































































