করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত সারা দেশ। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন সাধারণ মানুষ। বিশেষত বাড়ির বাচ্চা এবং বয়স্কদের বাড়তি নজর দিচ্ছেন অনেকেই। কিন্তু বাড়িতে বাচ্চা কথা না শুনলে, মুখ্যমন্ত্রীর নাম করে ভয় দেখানোর ঘটনা বিরল।
পুনের ভিশরন্তওয়াদির বাসিন্দা আনশিকা শিন্ডে।দুধওয়ালার কাছ থেকে নেওয়া টাকার নোটে হাত দিয়ে ফেলেছিল সে। তিন বছরের ওই শিশু বিধিনিষেধ না মানায় বকা খেয়েছে বাবা-মায়ের কাছে। ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তার বাবা-মা। যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার পিছন থেকে তার মা বলছেন, “কথা না শুনলে উদ্ধব কাকুকে সব বলে দেব। নয়ত মোদিজিকে নালিশ করব।” সে কথা শুনে কান্নাকাটি জুড়ে দেয় আনশিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।
ভিডিও ভাইরাল হতেই খবর যায় মুখ্যমন্ত্রীর কাছে। উদ্ধব ঠাকরের ফোন করেন আনশিকার পরিবারকে। তার বাবাকে মজার ছলে বলেন, ” শুনলাম মেয়েকে আমার নাম করে বকাবকি করছেন। একজন শিব সৈনিককে আর অযথা জ্বালাতন করবেন না।” এরপরে আনশিকাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। বলেন, “তুমি তো খুব ভাল মেয়ে। ওঁদের কথা শোনো। কিন্তু মা বাবা যদি বকে, তাহলে আমাকে ফোন করবে।”































































































































