শহরে জল জমা রুখতে বর্ষার আগে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

0
1

বর্ষা প্রায় দোড়গোড়ায়। আর প্রতিবারই বর্ষার সময় এক হাঁটু জল জমে কলকাতা শহরজুড়ে। এতে যানবাহনের চলাচলে যেমন সমস্যা হয়, ঠিক একইভাবে জমা জলে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। সেই সমস্যা থেকে শহর কলকাতাকে মুক্তি দিতে এবার বর্ষার আগে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার তরফ থেকে এদিন ৭৪টি আধুনিক ম্যানহোল ডিসলেটিং যন্ত্রের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এই যন্ত্রের মাধ্যমে ম্যানহোলে পড়ে থাকা পলি দ্রুত পরিষ্কার করা যাবে। বর্ষার আগেই এই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কারণ, বর্ষার সময় ম্যানহোলে নোংরা জমে থাকলে সেক্ষেত্রে জল প্রবেশ করতে না পেরে তা রাস্তার উপরে জমবে। আর তার ফলে শহরবাসীর ব্যাপক অসুবিধা হবে। আর তা যেন না হয়, সেই কারণে কলকাতা পুরসভার তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।