করোনা সংক্রমণ তীব্র হয়েছে এমন ৫০ পুরসভার হাল-হকিকত দেখতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে এবার যাচ্ছে কেন্দ্রের নিজস্ব দল৷ করোনা তাণ্ডবে উদ্বেগজনক অবস্থায় থাকা কলকাতা- সহ বাংলার ৩ পুর এলাকাতেও আসছে কেন্দ্রীয় টিম৷
কেন্দ্রীয় এই টিমের পরামর্শে অতি স্পর্শকাতর এলাকাগুলিতে সংক্রমিতদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের বেডের অপ্রতুলতা, ভাইরাসের কারণে মৃত্যুর হার বৃদ্ধি ও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পরার মতো সমস্যাগুলির সমাধান করা সম্ভব হবে বলে কেন্দ্রের ধারনা৷
করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা বেশি, এরকম ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫০টি জেলা ও পুরসভায় কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ মূলত, রাজ্য সরকারগুলিকে প্রযুক্তিগত সহায়তা দেবে এবং পরিস্থিতি মোকাবিলায় এই দলগুলি সাহায্য করবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে :
◾মহারাষ্ট্রে ৭টি জেলা ও পুরসভা
◾তেলেঙ্গানায় ৪টি
◾তামিলনাড়ুতে ৭টি
◾রাজস্থান, মধ্যপ্রদেশ ও ওডিশায় ৫টি,
◾অসমে ৬টি,
◾হরিয়ানা, কর্ণাটক, বিহার ও উত্তরপ্রদেশে ৪টি,
◾পশ্চিমবঙ্গ,গুজরাট, উত্তরাখন্ড ও দিল্লির ৩টি পুরসভায় এই দলগুলি পাঠানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রক বলেছে :
? ৩ সদস্যের এই দলে ২ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা মহামারি বিশেষজ্ঞ থাকবেন এবং একজন অভিজ্ঞ যুগ্ম সচিব পর্যায়ের নোডাল অফিসার থাকবেন।
? নমুনা পরীক্ষা-সহ সংক্রমিতদের চিকিৎসা এর ফলে আরও ভালোভাবে হবে।
? কেন্দ্রীয় দল রাজ্যগুলিতে নমুনা পরীক্ষার সুযোগ বৃদ্ধি ও জনসাধারণের মধ্যে সংক্রমণ কতটা ছড়িয়েছে সেই সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখার কাজেও সাহায্য করবে।
? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করার জন্য এই দলগুলি তৃণমূল স্তরেই কাজ করবে৷
? স্বাস্থ্য কেন্দ্রগুলি ঘুরে দেখবে এবং সংশ্লিষ্ট জেলা ও শহরে যথাযথ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে।
? সংশ্লিষ্ট জেলা ও পুরসভাগুলিকে এই কেন্দ্রীয় দলের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলতে বলা হয়েছে।
? এর ফলে তৃণমূল স্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও যথাযথ পদক্ষেপ করা সম্ভব হবে৷
? রাজ্য প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় দল যোগাযোগ রেখে চলবে৷
? পারস্পরিক মত-বিনিময় করেই নজরদারি ব্যবস্থা জোরদার করবে৷
? আগামী ২ মাসে এই সংক্রমণের চিকিৎসার বিষয়ে যে ঘাটতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির সমাধানে এই কেন্দ্রীয় দল সাহায্য করবে।
? কেন্দ্রীয় দলের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার জন্য জেলা ও পুরসভাগুলিকে চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কোর দল তৈরি করার কথাও বলা হয়েছে৷