ভার্চুয়াল সভায় অমিত শাহর বক্তব্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বললেন, বেকারই স্বপ্ন দেখছে বিজেপি। ওরা চিরকাল ভার্চুয়াল থাকবে। ক্ষমতায় আসতে পারবে না। ১০০ বছরেও নয়।
অরূপ বলেন, ফেক নিউজ ছড়ানো হচ্ছে বিজেপির মূল কাজ। এত বড় বিপর্যয়ে ওরা রাস্তায় নামেনি। সময় নিয়ে লকডাউন করতে পারত তা করেনি। মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছে ওদের জন্য। আজ রাজ্যে রাজ্যে করোনা বৃদ্ধির কারণ হচ্ছে কেন্দ্রের সরকার। কিন্তু তা সত্ত্বেও বিজেপি রাজনীতি করতে ছাড়ছে। বাংলার মানুষের দুঃখ-দুর্দশা বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মানুষ তাঁকে ভরসা করেন। ফলে অমিত শাহের বক্তব্যে তাদের টলানো যাবে না।