চিন আমাদের ভূমি দখল করেছে কি? অমিতের কাছে টুইটে জানতে চাইলেন অভিষেক

0
1

“সংকটের সময় বাংলার মানুষ আপনার কথা শুনতে পায়নি। কিন্তু আজ যখন আপনি সবার সামনে এসেছেন তখন একটা কথা জানতে চাই, চীন আমাদের ভূমির অংশ দখল করেছে কি না?” অমিত শাহর সভার আগে নিজের টুইটার হ্যান্ডেলে এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, বাংলা সংকটের সময় ‘অমিত জি’-র কথা শুনতে পায়নি বাংলার মানুষ। এখন যখন সামনে এসেছেন, তখন অন্তত দেশের সীমা সম্পর্কে পরিষ্কার স্পষ্ট ছবি বাংলার মানুষকে দেবেন বলে আশা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।