“সংকটের সময় বাংলার মানুষ আপনার কথা শুনতে পায়নি। কিন্তু আজ যখন আপনি সবার সামনে এসেছেন তখন একটা কথা জানতে চাই, চীন আমাদের ভূমির অংশ দখল করেছে কি না?” অমিত শাহর সভার আগে নিজের টুইটার হ্যান্ডেলে এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Respected @AmitShah Ji, Bengal has not heard you speak during these times of crisis, but we hope today you would take a minute to answer this:
"Are the Chinese occupying our territory or not?"
“চীন আমাদের ভূমির অংশ দখল করছে কি না?”
— Abhishek Banerjee (@abhishekaitc) June 9, 2020
তিনি বলেন, বাংলা সংকটের সময় ‘অমিত জি’-র কথা শুনতে পায়নি বাংলার মানুষ। এখন যখন সামনে এসেছেন, তখন অন্তত দেশের সীমা সম্পর্কে পরিষ্কার স্পষ্ট ছবি বাংলার মানুষকে দেবেন বলে আশা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।