কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ২২০, থানার কাজ চালাতে সমস্যা দেখা দিয়েছে

0
2

কলকাতা পুলিশে করোনা-আক্রান্তের সংখ্যা যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বেশ কিছু থানায় কাজ চালানোই সমস্যাজনক হয়ে উঠেছে। সূত্রের খবর, সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২২০ জন পুলিশকর্মী। এর মধ্যে রোগমুক্ত হয়েছেন ১০০ জন। মৃত্যু হয়েছে ১ পুলিশকর্মীর।

থানার কাজ চালাতে সব থেকে অসুবিধায় পড়েছে গড়ফা থানা৷ এই থানার ১৫ জন পুলিশকর্মীই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময়ে স্থানীয় এলাকায় দাবি পর্যন্ত উঠেছিল, গড়ফা থানা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হোক। পরিস্থিতি সামাল দিতে ডিসি এসএসডির অফিস ও লালবাজার থেকে ফোর্স পাঠানো হচ্ছে।
রিজেন্ট পার্ক থানার ৩ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সংক্রমণ যাতে পরিবার-পরিজনের মধ্যে ছড়িয়ে না-পড়ে, তা নিশ্চিত করতে ওই থানার ৬০ শতাংশ কর্মী থানায় থেকেই গত পনের-কুড়ি দিন একনাগাড়ে কাজ করছেন। থানা স্যানিটাইজও করা হচ্ছে। রবিবার যাদবপুর থানার ২ পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন থানার ওসির নিরাপত্তারক্ষী। আর এক পুলিশকর্মী যে ব্যারাকে ছিলেন, সেখানকার সমস্ত পুলিশকর্মীদের আলাদা করে রাখা হয়েছে থানার মধ্যেই।