‘আনলক’-এর ধাক্কায় একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১০ হাজার

0
1

কেন্দ্রের নির্দেশে দেশজুড়ে ‘আনলক ১’ পর্যায় শুরু হওয়ার পর লকডাউনের বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে৷ সোমবার থেকেই কার্যত ‘স্বাভাবিক’ দেশ৷ গত কয়েক দিন ধরে, অফিস, ধর্মস্থান, মল, রেস্তোঁরাগুলিও ফের চালু হয়েছে।

আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ড সংখ্যক সংক্রমণের নজির গড়ল ভারত৷ একদিনে ৯,৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এই নিয়ে সারা দেশে মোট সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজারেরও বেশি। এটিই একদিনে সংক্রমণের রেকর্ড লাফ৷ পর পর ৭ দিন এ দেশে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে করোনা। কেন্দ্রের তথ্য বলছে করোনাভাইরাসের কারণে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭,৪৬৬। মোট আক্রান্তের সংখ্যা ২,৬৬,৫৯৮, এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১,২৯,২১৫ জন। সোমবার দেশজুড়ে করোনা পজিটিভের হার ছিল ৯.২ শতাংশ। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৬৬ টি নতুন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ১০৯ জন মহারাষ্ট্রে, দিল্লিতে ৬২, গুজরাটে ৩১, তামিলনাড়ুতে ১৭, হরিয়ানায় ১১, পশ্চিমবঙ্গে ৯, উত্তর প্রদেশে ৮, রাজস্থানে ৬, জম্মু এবং কাশ্মীরে ৪, কর্ণাটকে ৩, মধ্য প্রদেশ ও পাঞ্জাবে ২ জন করে এবং বিহার ও কেরলে একজন করে মারা গিয়েছেন৷
বিশেষজ্ঞদের অভিমত, এই ‘আনলক’ চালু হতেই গত কয়েকদিন ধরে সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে ভারতে।