৯ জুনের ভার্চুয়াল যুদ্ধ : সকাল ১১টায় অমিত শাহ, দুপুর ১২টায় অভিষেক

0
1

কাল, ৯জুন, অমিত শাহর ভার্চুয়াল জনসভা। সকাল এগারোটা থেকে এই সভা। আর সে নিয়ে সোমবার রাত অবধি ছিল সাজ সাজ পরিস্থিতি বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনের অফিসে। ক্যামেরা, জায়ান্ট স্ক্রিন, ফুল, মালা স্টেজ, মোদি-শাহর ছবি, যাকে বলা যায় বিজেপির ২০২১-এর ভোটের ভার্চুয়াল প্রস্তুতি।

তবে মঙ্গলবার মিডিয়ার সব নিয়নের আলো বিজেপির উপর পড়ুক মোটেই চাইছে না তৃণমূল নেতৃত্ব। এর আগে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল মিডিয়ায় দলনেত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। কাল দুপুর বারোটা থেকে অভিষেক যুব তৃণমূলের ভার্চুয়াল মিটিং করবেন। যুবর ওই বৈঠকে থাকবেন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব। আর পরশু, ১০জুন চন্দ্রিমা ভট্টচার্যর নেতৃত্বে ভার্চুয়াল সভা হবে তৃণমূল মহিলা কংগ্রেসের। তারপর ছাত্র ফ্রন্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদেরও সভা হওয়ার কথা। সব মিলিয়ে বিজেপিকে টেক্কা দিয়ে এবার ভার্চুয়াল যুদ্ধে তৃণমূল কংগ্রেস।

ফলে কাল, মঙ্গলবার, বিরাট সভা, কিন্তু সভা নয়!