মহামারী আইনেই আটকে রাজ্যের পুর ভোটের ভবিষ্যৎ। ফলে লকডাউন শিথিল হয়ে জনজীবন কিছুটা স্বাভাবিক হলেও ঠিক কবে নাগাদ নির্বাচন সম্ভব হবে তা এখনই হলফ করে বলতে পারছেন না রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা। বিশেষত যতদিন মহামারী আইন চালু থাকবে আইনি বিধিনিষেধের কারণে ততদিন কোনওভাবেই ভোট করা সম্ভব নয় বলে দাবি তাঁদের। তাছাড়া এই আইন কার্যকর অবস্থায় ভোট হওয়ার নজিরও দেশে নেই। ফলে করোনা ভীতি পুরোপুরি না কাটলে ভোট করানো যাবে না ধরেই এগোচ্ছে কমিশন। যদিও পুর ভোটের প্রস্তুতিপর্ব জারি রয়েছে বলে জানা গিয়েছে ।
মহামারী আইন দেশে এর আগে খুব একটা লাগু হয়নি। এমনকি এই আইনের মধ্যে দেশে কোনওদিন নির্বাচনও হয়নি। কিন্তু এবার এই আইনের সাময়িক শিথিলতা চাইছে রাজ্য নির্বাচন কমিশন। কারণ, একদিকে যেমন এই বছরের মধ্যে তাঁরা পুরনির্বাচন সেরে ফেলতে চাইছেন তেমনি আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতিটাও সেরে ফেলতে চাইছেন। কিন্তু মহামারী আইন শিথিল না হলে সেটা সম্ভব নয়। তাই খুব শীঘ্রই রাজ্য সরকারকে এই আইন শিথিল করার বিষয় নিয়ে চিঠি দিচ্ছে কমিশন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.