ফের সাফল্য, এসটিএফের জালে জেএমবি জঙ্গি রেজাউল

0
8

মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে জামাত উল মুজাহিদিন জঙ্গি দলের আব্দুল লতিফ গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যেই ফের জালে আরও এক জঙ্গি। এবার জেএমবি জঙ্গি রেজাউল করিমকে গ্রেফতার করা হলো। রেজাউল কিরণ নামেও পরিচিত। আব্দুল লতিফকে জেরা করেই রেজাউলকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী ডানকুনি থেকে। স্পেশাল টাস্ক ফোর্স তাকে ২ বছর ধরে খুঁজছিল। ২০১৪ সালে জেএমবিতে যোগ দিয়েছিল রেজাউল। খুব অল্প সময়ের মধ্যেই সে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিনের আস্থাভাজন হয়ে ওঠে। বুদ্ধগয়া বিস্ফোরণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। করিমকে জেরার পরেই লক্ষ্য রাখা হচ্ছিল রেজাউলের ওপর। মূলত বিস্ফোরক সরবরাহ করত। তাকে আদালতে তুলে হেফাজতে নেওয়া হচ্ছে।