আজীবন নির্বাসন থেকে মুক্তি পেতে একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর ভরসা রাখছেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া। তাঁর আশা, সৌরভ আইসিসির চেয়ারম্যান হয়ে গেলেই তাঁর নির্বাসন উঠে যাবে। আইসিসির কুরসিতে সৌরভ বসলেই শাস্তি প্রত্যাহার করার দাবি জানিয়ে আবেদন করবেন প্রাক্তন পাক স্পিনার।
পাক ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র দানিশ কানেরিয়ার বিরুদ্ধে রয়েছে ফিক্সিংয়ের অভিযোগ। ২০১২ সালে ইংলিশ কাউন্টিতে এসেক্সের হয়ে খেলার সময় ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারপরই আজীবন নির্বাসিত হন এই পাক ক্রিকেটার। নির্বাসিত হওয়ার পরও দীর্ঘদিন নিজের অপরাধ অস্বীকার করেছেন কানেরিয়া। শেষ পর্যন্ত ২০১৮ সালে তিনি গড়াপেটায় জড়িত থাকার কথা স্বীকার করেন। নির্বাসিত থাকায় ক্রিকেট খেলা তো দূরের কথা ক্রিকেট সংক্রান্ত কোনও কার্যকলাপেই যুক্ত থাকতে পারেন না তিনি। সে কারণে ইদানীং আর্থিকভাবেও সমস্যায় পড়েছেন প্রাক্তন পাক স্পিনার। কানেরিয়ার আশা, সৌরভ আইসিসি সভাপতি হয়ে গেলে তাঁর বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা হবে।
তিনি বলেছেন, “সৌরভ সভাপতি হলেই আমি আবার আবেদন করব। আমার বিশ্বাস আইসিসি আমাকে সবরকমভাবে সাহায্য করবে।”
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































