কড়া লকডাউনই যুদ্ধ জয়ের চাবিকাঠি? তিন মাসে করোনামুক্ত নিউজিল্যান্ড

0
1

শুধুমাত্র কঠোর লকডাউন পালন। আর তাতেই যুদ্ধ জয়। পৃথিবীর প্রথম সারির দেশগুলি যা পারেনি, তাই করে দেখালো নিউজিল্যান্ড। মাত্র তিন মাসের মধ্যে পুরোপুরি করোনামুক্ত।

গত ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে। সোমবার দুপুরে দেশের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দের্ন ঘোষণা করেছেন, নিউজিল্যান্ডে আর একজনও সক্রিয় করোনা রোগী নেই। নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ১৫ মে। শেষ করোনা আক্রান্ত রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনামুক্ত হওয়ায় খুলে দেওয়া হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল করোনা। ৪৯ লক্ষ জনসংখ্যার দেশ হওয়া সত্বেও করোনা হয়েছিল দেড় হাজারের বেশি মানুষ। নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক বলেন,”শুরুতেই কঠোর লকডাউন পালন করা হয়। করোনা পরীক্ষাই তাঁদের সাফল্যের চাবিকাঠি।”