চিনকে শিক্ষা দিতে কৌশল, হাত মেলাল আট দেশ

0
1

আটটি দেশের আট জন নেতা মিলে গঠন করল ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না বা আইপিএসি। এই দলের নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই জোটের উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা করা।

শনিবার এই আন্তর্জাতিক জোট তৈরি হয়েছে। হংকংয়ের জাতীয় সুরক্ষা বিলের বিরোধিতা করায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল চিন। চিনকে শিক্ষা দিতে এই জোট বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, করোনা আবহে এই জোট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। এই জোটের খসড়া প্রস্তাবে সমর্থন করে ভারত, জাপান, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও কানাডা।