সোমবার সকালে অনভিপ্রেত ঘটনা ঘটল লেকটাউনে। আহত এক কর্মীকে দেখতে লেকটাউনে এসেছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচীর অভিযোগ, তিনি গাড়ি থেকে নামতেই কোনওরকম কারণ ছাড়াই স্থানীয় তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে ধরে। শারীরিকভাবে হেনস্থা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিয়েও শেষরক্ষা হয়নি। আমাকে ঠেলে দেওয়া হয়। গাড়ির উপর হামলা হয়। এরপর সব্যসাচী বাধ্য হয়ে গাড়িতে উঠে এলাকা ছাড়েন। তাঁর একজন নিরাপত্তারক্ষী রাস্তায় উঠতে না পারায় হামলাকারীদের রোষের মুখে পড়েন। তাঁকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি ছুটতে শুরু করেন। এরপরে লেকটাউন থানায় ডায়েরি করতে গেলে গাড়ি থেকে নামার সময় আহত হন তার এক কর্মী। আরএক নিরাপত্তারক্ষী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর সব্যসাচী থানায় ডায়েরি করতে গেলে সেখানেও বিজেপি ও তৃণমূল সমর্থকরা থানা ঘিরে নেয়। উত্তেজনা ছড়ায়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। লেকটাউন থানার পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করে সেখানে। এখন ওই এলাকা থমথমে। তৃণমূল জানিয়েছে সব্যসাচীর সব অভিযোগ মনগড়া। গোষ্ঠী কোন্দলে তিনি আক্রান্ত হন।




























































































































