আর্থিকভাবে অস্বচ্ছলদের হাতে নগদ অর্থ দিতে হবে: উদয় কোটাক

0
1

করোনাভাইরাস পরিস্থিতিতে আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে অর্থ দেওয়ার উপর জোর দিলেন উদয় কোটাক। শনিবার সিআইআই প্রেসিডেন্ট উদয় কোটাক বলেন, যাদের মাসিক বেতন ২৫ হাজারের কম বা এই পরিস্থিতিতে চাকরি চলে গিয়েছে তাঁদের হাতে নগদ অর্থ তুলে দিতে হবে।

তিনি বলেন, এই সময়কালে অনেকের চাকরি চলে গিয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারের উচিত সংশ্লিষ্টদের বেতনের ৫০ থেকে ৭৫ শতাংশ তাঁদের হাতে তুলে দেওয়া। পাশাপাশি অন্তত ছ’মাস ঋণ মুকুব এর কথাও বলেন তিনি।

সরকারের কাছে তাঁর আবেদন, ভারতের বাণিজ্য ব্যবস্থা আরও উন্নত করতে হবে। মহামারি ভারতকে একটা নতুন সূচনার দিক খুলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। চিন ছেড়ে দেওয়া সংস্থাকে জমি এবং শ্রমিকের ব্যবস্থা করতে হবে। তাঁদের বাণিজ্য করার জন্য স্বাগত জানানোর কথা বলেছেন উদয় কোটাক।