পুরোদমে কাজ শুরু কলকাতা পুরসভার, কর্মী উপস্থিতি নিয়ে যা বললেন মুখ্য প্রশাসক

0
1

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ জুন থেকে রাজ্যের সমস্ত জায়গায় বিশেষ করে কর্মক্ষেত্রে ১০০% হাজিরার নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু একেই বাস পরিবহন-এর বেহাল দশা, অন্যদিকে বন্ধ লোকাল ট্রেন চলাচল। ফলে স্বাভাবিকভাবেই যাঁদের দূর থেকে আসতে হয়, তাঁদের পক্ষে কাজে যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

পাশাপাশি, অনেকে আবার অতিরিক্ত টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসছেন অফিসে। আজ, সোমবার কলকাতা পুরসভাতেও দেখা গেল কর্মীসংখ্যার হাজিরা প্রায় ৮০ শতাংশ।

সরকারি নির্দেশ অনুসারে, সামাজিক দূরত্ব বিধি মেনেই চলছে জরুরি পরিষেবা। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, বাস-ট্রেন বন্ধ থাকায় দূর থেকে অনেক কর্মী কাজে যোগ দিতে আসতে পারছেন না। তাঁদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ বাস চালানোর ব্যাপারে তিনি কথা বলেছেন পুর কমিশনারের সঙ্গে। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন পুর কমিশনার।

অন্যদিকে, আমফান বিধ্বস্ত বাংলার পাশে কেন্দ্রের কোনও সহায়তা মিলছে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক। ভয়াবহ ঘূর্ণিঝড়ে দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তৎপরতার সঙ্গে আগাম ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। তাই অনেক প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করেন ফিরহাদ হাকিম। আর্থিক সাহায্য নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্র সরাসরি রাজনীতি করছে বলে স্পষ্ট সুর ফিরহাদ হাকিমের গলায়।

করোনা মোকাবিলা হোক বা আমফান বিধ্বস্ত বাংলাকে পুরনো ছন্দে ফিরিয়ে আনার তৎপরতা, রাজ্য সরকারের সঠিক সিদ্ধান্তের প্রশংসা এসেছে বিভিন্ন মহল থেকে। ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য যে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রাজনীতির বদলে পাশে দাঁড়ানোই কেন্দ্রের উচিত বলে মনে করছেন ফিরহাদ হাকিম।