কেজরিওয়ালের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর

0
3

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করোনা উপসর্গ দেখা দিয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর জানতে পেরে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেল অরবিন্দ কেজরিওয়ালকে ট্যাগ করে তিনি লেখেন, “বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানতে পেরেছি জ্বর এবং গলা ব্যথার উপসর্গ নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইন গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল জি। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি তিনি খুব শীঘ্রই জনসেবায় নিযুক্ত হতে পারবেন”।

বরাবরই দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন সময় দুই রাজ্যের বিষয় বা কেন্দ্রীয় নীতির সমালোচনায় দুই মুখ্যমন্ত্রীকে এক সুরে সরব হতে দেখা গিয়েছে। সে কারণে ভ্রাতৃপ্রতিম কেজরিওয়ালের অসুস্থতার খবর শুনেই টুইটে সুস্থতা কামনা করলেন মমতা।