মুখ্যমন্ত্রীর বিপ্লব : কলকাতায় সাইকেলের জন্য পৃথক রাস্তা

0
1

কোভিড পরবর্তী সময়ে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে গিয়ে গণপরিবহনে শুরু হয়েছে সমস্যা। প্রতিদিনই মানুষ নাকাল হচ্ছেন এবং রাস্তায় কার্যত বাসই মিলছে না। এই পরিস্থিতির মাঝে দেখা গিয়েছে সাধারণ মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য দু চাকার বাইক, স্কুটার, কিংবা সাইকেলের উপর ভরসা করছেন। স্কুটি, বাইক, সাইকেল কিনতে শোরুমে ভিড়। অপেক্ষমানদের তালিকা বাড়ছে। অপেক্ষা করতে হচ্ছে প্রায় এক মাস! আর এই চিত্রটা চোখ এড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সেই কারণে সোমবার তিনি নবান্ন থেকে জানালেন, “এবার কলকাতায় সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা নির্দিষ্ট করা হবে। ইতিমধ্যে সেই রাস্তা খুঁজে বের করতে পুলিশকে বলেছি।” এই পৃথক সাইকেল রো চালু হওয়ার অর্থ কলকাতার রাস্তায় কার্যত বিপ্লব। আর সেই বিপ্লবই করতে চলেছেন মুখ্যমন্ত্রী।