রিসর্ট রাজনীতি : মোদি-শাহর রাজ্যে রাজ্যসভার ভোটেও কেনাবেচা!

0
1

ফিরে এল রিসর্ট রাজনীতি। এই প্রথম রাজ্যসভার ভোটে ঘোড়া কেনাবেচা এবং তা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে।

লকডাউন শেষে এখন আনলক পর্ব চলছে। তার মাঝে ১৯জুন দেশের ২৪টি রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা। এরমধ্যে ৪টি করে আসনে ভোট হবে গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে। ৩টি করে আসন রাজস্থান ও মধ্যপ্রদেশে। ২টি আসন ঝাড়খণ্ডে। একটি করে আসন মনিপুর, মেঘালয়, অরুণাচলপ্রদেশ ও মিজোরামে। এবং কী আশ্চর্য কর্ণাটক ও মধ্যপ্রদেশের ঘোড়া কেনাবেচার ছায়া এবার গুজরাতে মোদি-অমিত শাহের রাজ্যে। ভোটের আগে পরিবেশ এমনই হয়েছে যে কংগ্রেস ইতিমধ্যে তার বিধায়কদের আলাদা রিসর্টে বন্দি করে ফেলেছে। তার কারণ ইতিমধ্যে ৭ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। আর প্রায় ৭জনকে বিজেপি শিবির টোপ দিয়ে তুলেছে বলে খবর।

দলের বিধায়কদের কোথায় পাঠালো কংগ্রেস জানা গিয়েছে ২৬জন বিধায়ককে রাজস্থানের মাউন্ট আবুর কাছে ‘ওয়াইল্ড উইন্ডস’ নামে রিসোর্টে রাখা আছে রাজস্থান যেহেতু কংগ্রেস শাসিত রাজ্য, তাই সেখানে বিধায়কদের রাখা নিরাপদ বলে মনে করছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, সরাসরি বিশাল অঙ্কের টোপ দেওয়া হচ্ছে বিধায়কদের। বিধায়কদের কার্যত কিডন্যাপ করে একদল বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছে সৌরাষ্ট্রের রাজকোটের নীল সিটি রিসর্টে। অন্য একটি দলকে রাখা হয়েছে আনন্দের রিসর্টে।

গুজরাটে ৪টি আসনে কংগ্রেস ২জন ও বিজেপির ৩জন প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। গুজরাত বিধানসভায় ১৮২ আসনের মধ্যে বিজেপির ১০৩ জন বিধায়ক, ও কংগ্রেসের ৬৫ জন বিধায়ক। অর্থাৎ রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতার জন্য প্রয়োজন ৩৪টি করে ভোট। গুজরাট কংগ্রেসের থেকে ৪ বিধায়ক মাস তিনেক আগে পদত্যাগ করেন। দল ছাড়েন আরও ৩ জন। ফলে ৭ জন বিধায়ক কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। এমন পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কংগ্রেস। তাই বাকিদের কার্যত নজরবন্দি করে রেখেছে। আর যারা ইস্তফা দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাইছে। তবে সংখ্যাতত্ত্ব বলছে, রাজ্যসভার মাত্র একটি আসনই কংগ্রেস নিশ্চিত করতে পেরেছে।এই পরিস্থিতিতে লাভবান হচ্ছে বিজেপি। যেভাবে পদত্যাগ এবং শিবির বদল চলছে, তাতে বিজেপির তিনটি আসন জেতা শুধু সময়ের অপেক্ষা।