১৬ ঘণ্টা নিষ্প্রদীপ উল্টোডাঙা মোড়ের একটি আবাসন। রবিবার দুপুরে আবাসনের ট্রান্সফর্মার পুড়ে যায়। খবর যায় সিইএসইতে। দফায় দফায় কর্মীরা গিয়েও কোনও সুরাহা হয়নি। শেষে আবাসনের মহিলারা সিইএসসি অফিসে অভিযোগ করায় রাত এগারোটার সময় একটি সাময়িক বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। কিন্তু রাত তিনটে থেকে সমস্ত আবাসনই অন্ধকারে ডুবে যায়। সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ির পরেও সমস্যা খুঁজে বের করতে নাজেহাল কর্মীরা। প্রশ্ন করলেই উত্তর মিলছে “খুঁজছি”। এই খোঁজা শেষ করে কখন বিদ্যুৎসংযোগ হবে সে বিষয়ে আঁধারে আবাসিকরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেক বয়স্ক মানুষ। এর কিন্তু শেষ কোথায় বলতে পারছে না সিইএসসি।




























































































































