পেট্রাপোল সীমান্ত দিয়ে শুরু হবে বাণিজ্য, সবুজ সংকেত রাজ্যের

0
1

দু-একদিনের মধ্যেই পেট্রাপোল সীমান্ত দিয়ে শুরু হতে চলেছে বাণিজ্য। শনিবার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার। এদিন জেলাশাসক পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটি ম্যানেজারকে চিঠি দিয়ে জানিয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যবসা-বাণিজ্যের কাজ শুরু করা যেতে পারে।

জেলাশাসক ওই চিঠিতে উল্লেখ করেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা নিতে হবে। তবে সীমান্তে বাণিজ্যের কাজ শুরু হতে পারে। এবার কেন্দ্রের ছাড়পত্র মিললেই শুরু হবে বাণিজ্য। সূত্রের খবর, দু-একদিনের মধ্যে আমদানি এবং রফতানির কাজ শুরু হবে।

প্রসঙ্গত, পণ্য আমদানি-রফতানি চালু করার বিষয়ে বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা জিরো পয়েন্টে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের নির্দেশ এলেই বাণিজ্যের কাজ শুরু করা হবে। শনিবার বেশ কিছু সতর্কতা মেনে বাণিজ্য শুরু করার ছাড়পত্র দিল রাজ্য।