আইপিএল আয়োজন করার প্রস্তাব দিল সংযুক্ত আরব আমিরশাহি

0
1

২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনার জেরে আটটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা গত মাসেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত টুর্নামেন্ট। দেশের বর্তমান পরিস্থিতি যে কোনওভাবেই তা আয়োজনের অনুকূল নয়, তাও স্পষ্ট করে দেওয়া হয়। ফলে চলতি বছর আইপিএলকে কার্যত বাতিলের খাতাতেই ফেলে রেখেছে ক্রিকেট মহলের একাংশ। তবু আশা ছাড়তে নারাজ অনেকেই। আর সেই অগণিত ক্রিকেটভক্তদের কথা মাথায় রেখেই সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড শনিবার জানিয়ে দিল, ভারতীয় বোর্ডকে তারা আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়েছে তাদের দেশে।
সে দেশের ক্রিকেট বোর্ডের সচিব মুবাশির উসমানি বলেছেন, ‘‘আগেও আইপিএল আয়োজন করেছে আমাদের ক্রিকেট বোর্ড। তাই ভারতীয় বোর্ডকে জানানো হয়, এ বছরের আইপিএল আয়োজনের জন্য আমরা প্রস্তুত।’’
আমিরশাহির প্রস্তাব বিসিসিআইয়ের কাছে গুরুত্ব পাচ্ছে কারণ, এর আগেও তারা সাফল্যের সঙ্গে আইপিএলের বেশ কিছু ম্যাচ আয়োজন করেছে।