মধুচন্দ্রিমায় গিয়ে আড়াই মাস হিমাচলে আটকে দম্পতি ! দেখুন তারপর কী হল…

0
1

মধুচন্দ্রিমায় গিয়েছিলেন বাঙালি নব দম্পতি। পছন্দের জায়গা হিমাচলে। কিন্তু উৎপল ও সৌত্রির হানিমুন শেষপর্যন্ত কতটা মধুর হল, তা বলা কঠিন!
মধুচন্দ্রিমার জন্য বেশিরভাগ বাঙালি দম্পতির পছন্দ পাহাড়।। উৎপল-সৌত্রিও হিমাচল গিয়েছিলেন। তখন ‘লকডাউনের বালাই ছিল না। বেশ ভালই কাটছিল। এর মধ্যেই শুরু হয় করোনার তান্ডব । অগত্যা লকডাউন। হিমাচলের রামপুরের হোটেলেই শুরু হয় তাঁদের বন্দিদশা।

এইভাবে কাটে এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ, আড়াই মাস। বাড়ি ফিরতে পারেননি তাঁরা। বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ হয় কেবল ফোনেই।
সরকারি কর্মচারী উৎপলের টাকাও শেষ হতে থাকে, বাড়ি থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো। কিন্তু তাও কত? শেষে শুকনো বিস্কুট খেয়েই কাটাতে হয়েছে দিন।

শেষে বাঙালি দম্পতি ঠিক করেন গাড়িতেই হিমাচল থেকে বাড়ি ফিরবেন । গাড়িভাড়া আর হোটেলের বিল দিয়ে খরচ হয় কয়েক লক্ষ টাকা!তার ফেরার সময় সীমান্তে পুলিশের ঝামেলায় পড়তে হয় তাঁদের। কিন্তু মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করতেই সব ঠিক হয়ে যায়। তাঁরা বাড়ি ফিরেছেন, তবে দুঃসহ অভিজ্ঞতার রেশ কাটিয়ে উঠতে পারেননি।

হানিমুনে এই দম্পতির হল এক অন্য অভিজ্ঞতা। মধুচন্দ্রিমা তাঁদের একেবারেই মধুর স্মৃতিতে থাকল না বললেন এই দম্পতি।