শুটিং শুরু করার জন্য টালীগঞ্জের কলাকুশলীদের সঙ্গে বৈঠকে বসলেন আর্টিস্ট ফোরামের সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার সকালে এই বৈঠক শুরু হয়। বৈঠক থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে শিল্পীরা ফিল্মের শুটিং ১০ জুন থেকে শুরু করতে চাইছেন। আসলে যত দ্রুত শুটিং শুরু করা যায় তারই চেষ্টা চলছে। তবে সিরিয়ালের শুটিং আর ফিল্মের শ্যুটিংয়ের যথেষ্ট পার্থক্য রয়েছে। আউটডোরের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ জনের টিম থাকবে কিনা, সেটাই সিদ্ধান্ত নেওয়ার। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিমা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে।