করোনা আবহে এবং আমফান পরবর্তী সময়ে রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দলের কর্মসূচি কী। বর্তমানে কী কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবং ভবিষ্যতে কী কী কাজ করবে সেই সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তারই অঙ্গ হিসেবে আজ, রবিবার সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে সকলের এগিয়ে এসে কাজ করা উচিত। মানুষের পাশে দাঁড়ানো উচিত। এখানে কোনও রাজনীতি নয়। কাজ করতে হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে। একইসঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়েও মত প্রকাশ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, যেহেতু একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে দিয়ে আমাদের দেশের সরকার পরিচালিত হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় দল অবশ্যই রাজ্যে আসতে পারে। কিন্তু তার আগে একবার রাজ্য সরকারের সঙ্গে যদি নমনীয়ভাবে কথা বলে নিত, সেক্ষেত্রে রাজ্য সরকারেরও অনেকটা সুবিধা হতো।
এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমফান বিপর্যয়ের ফলে সে সমস্তই মানুষকে ত্রাণ দেওয়া উচিত বা দেওয়া হবে যাদের সত্যকারের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এই দায়িত্ব এসডিও, বিডিও’র হাতে তুলে দেওয়া হয়েছে।




























































































































