ইতিহাসে অনেক কিংবদন্তী ক্রিকেটারের জন্ম দিয়েছে ভারত। রাহুল দ্রাবিড় তাদের মধ্যে একজন। অনেকের মতো সচিন তেন্ডুলকরের ছায়ায় ঢাকা পড়তে হয়েছে তাকে।তারপরও ভারতীয় ক্রিকেটারদের সবার চেয়ে একধাপ এগিয়ে ছিলেন রাহুল দ্রাবিড়। এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার রশিদ লতিফ।
ইউটিউবে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, “টেকনিক ও চাপের মুখে পারফরম্যান্স করার কথা ধরলে রাহুল দ্রাবিড় ভারতের প্রতিনিধিত্ব করা সমস্ত ক্রিকেটারের চেয়ে একধাপ এগিয়ে। অবশ্য বীরেন্দ্র শেহবাগের মতো দ্রাবিড়কেও থাকতে হয়েছে সচিন তেন্ডুলকারের ছায়ায়। সচিনের শুরু থেকেই আক্রমণ করার আত্মবিশ্বাস ছিল। দ্রাবিড়েরও সেই ক্ষমতা ছিল, কিন্তু ওর ভূমিকা থাকত অন্যরকম। শুরুতে ভারতের কয়েকটা উইকেট পড়ে গেলে, দ্রাবিড়ই হয়ে উঠত প্রধান ভরসা।
টেস্ট ও একদিনের ফরম্যাট, দুই ঘরানার ক্রিকেটেই ১০ হাজারের বেশি রান রয়েছে দ্রাবিড়ের। সব ধরনের পরিবেশেই তিনি সাফল্য পেয়েছেন। চাপের মুখে অবিচল থেকেছেন প্রতিকূল কন্ডিশনে। রশিদ লতিফের বক্তব্য , ‘ দ্রাবিড় পাকিস্তানে ও এসে রান করেছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সব জায়গায় বড় স্কোর করেছে। সচিন, শেহবাগ, সৌরভ সবার সঙ্গেই তার বড় জুটি আছে।’
আর এখানেই দ্রাবিড় অন্যদের তুলনায় একধাপ এগিয়ে ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.