বাংলাজুড়ে বড়সড় প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। অভিমুখ ১) বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। ২) রাজ্য সরকারের ইতিবাচক কর্মযজ্ঞ। ৩) বিরোধীদের কুৎসার জবাব। জেলা সফরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। আলাদা সফরসূচি তৈরি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেলায় যাবেন। কিন্তু তাঁর মূল কাজ থাকছে কন্ট্রোল রুম সামলানো, যেখান থেকে গোটা সংগঠন ও ডিজিটাল প্রচার নিয়ন্ত্রিত হচ্ছে। কিছু সাংগঠনিক রদবদলও সেরে নিচ্ছেন অভিষেক। চলতি দুর্যোগ পরিস্থিতি একটু স্থিতিশীল হলেই পুরোদস্তুর ত্রিফলা অস্ত্র নিয়ে নামবে তৃণমূল। সেই মত টিম সাজানো হচ্ছে।