অমানবিক আচরণ! চিতাবাঘ মেরে মৃতদেহ নিয়ে শোভাযাত্রা

0
2

ফের পশুর ওপর নৃশংস আচরণ মানুষের। চিতাবাঘ মেরে তার মৃতদেহ নিয়ে গোটা গ্রাম ঘুরল গ্রামবাসীরা। রীতিমত শোভাযাত্রা বের করার অভিযোগ উঠল। ঘটনা অসমের গুয়াহাটির কাটাবাড়ি এলাকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই শোভাযাত্রার ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, মৃত চিতাবাঘের দেহ নিয়ে রীতিমতো উল্লাস শুরু করেছে গ্রামবাসীরা। মৃতদেহ নিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে তাঁরা শোভাযাত্রা করেন। স্থানীয় সূত্রে খবর, খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে ছিল ওই চিতাবাঘ। তাকে ধরার জন্য ফাঁদ পাতে গ্রামবাসীরা। ফাঁদে আটকাতেই নিশংস ভাবে হত্যা করা হয় ওই চিতাবাঘকে।

খবর পেয়েই ঘটনাস্থলে যান গরচুক পুলিশ স্টেশনের আধিকারিকরা। সঙ্গে ছিলেন বন দফতরের কর্মীরাও। চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। গ্রামবাসীদের এহেন আচরণে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।