রাজ্য রাজনীতিতে নয়া চমক দেওয়ার অপেক্ষায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বামেদের প্রাক্তন সাংসদ এবং বিখ্যাত ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী সিকদারের হাতে লাল বা ঘাসফুলের পতাকা নয়। শিবির বদলে পদ্মফুলের পতাকা শোভা পেতে চলেছে। আনলক পর্ব শেষ হলেই কোনও এক মাহেন্দ্রক্ষণে দিলীপ পতাকা তুলে দেবেন জ্যোতির্ময়ীর হাতে। এবং বিস্মিত হওয়ার জায়গা থাকবে না, যদি জ্যোতির্ময়ী বিধানসভায় বিজেপির প্রার্থী হন।
বিগত ২-৩ বছর ধরে জ্যোতির্ময়ী নিজেকে গুটিয়ে নিয়েছেন। বামেদের সঙ্গে সম্পর্ক কার্যত নেই। দুই পক্ষই সম্পর্ক রাখার ব্যাপারে উদাসীন। ২০১৯ সালে তৃণমূলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে সাড়া দিয়ে। কিন্তু সক্রিয়তা দেখা যায়নি। সল্টলেকে জ্যোতির্ময়ীর বাড়ির একটু দূরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাসস্থান। সেই সূত্রেই আলাপ, কাজ করার ইচ্ছে এবং বিজেপিতে আসার প্রশ্নে দ্বিধাদ্বন্দ্ব কাটানো। দিলীপও তাঁকে পূর্ণ মর্যাদা দিতে তৈরি। রবিবার দিলীপের বাসভবনে জ্যোতির্ময়ীর আসার কারণেই এই গুঞ্জন আরও বেড়ে গিয়েছে। যদিও দুজনেই মুখ খুলতে নারাজ।
এশিয়াডে তিনটি সোনা জিতে আসা জ্যোতির্ময়ী ২০০৪ সালে সিপিআইএমের টিকিটে কৃষ্ণনগর থেকে লোকসভা আসনে জেতেন। যদিও দ্বিতীয়বার হেরে যান তৃণমূলেরই তাপস পালের কাছে। ২০১৬ সালে সোনারপুর থেকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেন। কিন্তু সেই নির্বাচনেও পরাজয়ের মুখোমুখি হন জ্যোতির্ময়ী। তারপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে কার্যত দেখা যায়নি। ঠিক এক বছর আগে তৃণমূলে যোগ দিলেও সামনের সারিতে দেখা যায়নি। দিলীপ ঘোষের হাত ধরে রাজনীতিতে ফের সক্রিয় হতে চলেছেন দেশের প্রাক্তন এই স্পিডস্টার। এখন শুধু মাস্টার স্ট্রোক দেওয়ার সময়ের অপেক্ষা।