আবার বর্ধমান স্টেশন বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ল। রবিবার সকালে পোর্টিকোর ফলস সিলিং হঠাৎ ভেঙে পড়ে। ভেঙে পড়া সিলিংয়ের চাঙড়ে আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। ৬ মাস আগেই ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের এই ভবনের একাংশ। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল, আহত হন ২জন। তারপর চলছিল পুনর্নির্মাণের কাজ। কাজ শেষ হয়ে যাওয়ার পরেও মূল প্রবেশ পথ ভেঙে পড়ায় চাঞ্চল্য সর্বত্র।