উত্তর কলকাতা উদয়ের পথে’-র প্রতীকী রক্তদান শিবির

0
1

‘উত্তর কলকাতা উদয়ের পথে’-র এক প্রতীকী রক্তদান শিবিরে সচেতন এবং উৎসাহী রক্তদাতাদের সংখ্যা ছিলো ১০১ জন। রবিবার এই রক্তদান শিবির হয়েছে মোবাইল ভ্যানে। শিবিরে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদার, নাট্য ব্যক্তিত্ব এবং আবৃত্তিকার সৌমিত্র মিত্র, অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক দীপেন্দ্রকুমার সরকার, অগ্নিমিতা গিরি সরকার, অভিনেতা পার্থসারথি দেব, অভিনেতা বিমল চক্রবর্তী, বিধায়ক শ্রীমতি স্মিতা বক্সি প্রমুখ ব্যক্তিত্বরা।

অভিনেতা দেবশংকর হালদার এবং সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও এদিন রক্তদান করেন। করোনা সতর্কতাজনিত সব রকম সরকারি বিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠভাবেই হয়েছে এই প্রতীকী রক্তদান শিবির। এই মুহুর্তের উদ্বেগজনক পরিস্থিতিতেও রক্তদাতাদের আবেগ এবং ছিলো প্রশংসনীয়।