লক্ষ্য বিধানসভা ভোট। চাপ ও সক্রিয়তা বাড়াতে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী বাড়াবে বিজেপি। প্রধানমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার রদবদল আসন্ন। জানা গিয়েছে, অন্তত একজন পূর্ণমন্ত্রী আর একজন রাষ্ট্রমন্ত্রী; অথবা দুজন রাষ্ট্রমন্ত্রী হতে পারেন। এসব ক্ষেত্রে প্রথমেই আসে মুকুল রায়ের নাম। মুকুল দিল্লিকে বার্তা দিয়েও রেখেছেন, হয় আমাকে কাজে লাগাও; না হলে বলে দাও লাগবে না। কৈলাস কদিন আগেই মুকুলকে মন্ত্রিত্বের ইঙ্গিত দিয়েছেন। এখানে সমস্যা হল মুকুল সাংসদ নন। ফলে ছ’মাসের মধ্যে কোনো অন্য জায়গা থেকে তাঁকে সাংসদ করে আনতে হবে। তাছাড়া মুকুলকে রাষ্ট্রমন্ত্রী করা অসম্মানের। পূর্ণমন্ত্রী করলে এমন দফতর দরকার যাতে বাংলার কাজে আসে। অন্যথায় গুরুত্ব থাকবে না। এখন দুজন রাষ্ট্রমন্ত্রী। বাবুল ও দেবশ্রী। যেহেতু দিলীপ সভাপতি, তাই মন্ত্রী নাও হতে পারেন। মনোনীত সাংসদ স্বপন দাশগুপ্তর নাম আছে। এছাড়া অর্জুন সিং আছেন। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহারের সাংসদরা আছেন। লকেটের নাম আছে; তবে তিনি সবে সাধারণ সম্পাদক হয়েছেন। কৈলাসরা চান, সংগঠন দিলীপের হাতে থাকলেও মন্ত্রী হোন মুকুল। কৈলাস এই চাপ বাড়াচ্ছেন মুকুলের তরফে।






























































































































