রবিবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সেলুনে চুল কাটাতে গিয়ে সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, পুলিশ কমিশনার অনুজ শর্মা মুখে মাস্ক পড়ে রয়েছেন। আর সেলুনের কর্মী তাঁর চুল কাটছেন। তিনি এবং সেলুন কর্মী, দুজনেইপিপিই পড়ে রয়েছেন।
নগরপাল অনুজ শর্মা ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “দেখ তেরে সংসার কি হালত ক্যায়া হো গায়ি ভগবান। কিতনা বদল গয়া ইনসান। সুরজ না বদলা চাঁদ না বদলা না বদলা রে আসমান কিতনা বদল গয়া ইনসান কিতনা বদল গয়া ইনসান…।”





























































































































