অভিনেতা চিরঞ্জীবী সারজা প্রয়াত

0
1

ভারতীয় চলচ্চিত্র জগতে ফের ইন্দ্রপতন! এবার চলে গেলেন জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজা। দক্ষিণের এই চিত্রতারকা বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ, রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো– সামহারা, আদিয়া, খাঁকি, সিঙ্গা, আম্মা আই লাভ ইউ, প্রেমা বারাহ।
অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। টুইটে তিনি লেখেন, “খুব প্রতিভাবান একজন শিল্পীকে হারালো দেশ।”