ইডেনে নতুন করে হবে সবুজায়ন। বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা করেছে সিএবি । আমফানে যথেচ্ছভাবে গাছ নষ্ট হয়েছে । তাই আগামী দিনে প্রচুর সংখ্যক গাছ লাগানো হবে ইডেন চত্বর জুড়ে। ইডেনের স্টেডিয়াম সংলগ্ন এলাকা ছাড়াও আশপাশের অঞ্চলে গাছ লাগাতে চান সিএবি কর্তারা।
ময়দানের পুরনো পরিবেশ ফিরিয়ে আনতে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, “ইডেন সহ ময়দান সবুজায়ন করার ব্যাপারে সেনার সঙ্গে কথা বলেছি। ঝরে পড়ে যাওয়া গাছগুলোকে সরিয়ে পরিষ্কার করে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে।”
এরই পাশাপাশি সিএবি ঘোষণা করল চলতি মরশুমে সমস্ত ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত রাখা হচ্ছে । করোনা সংক্রমণের জেরে ক্রিকেটার এবং খেলার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্যের কথা ভেবেই এরকম সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিএবি কর্তারা।
শুক্রবার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিল বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রথম ডিভিশন, দ্বিতীয় ডিভিশন সহ বয়স ভিত্তিক সমস্ত টুর্নামেন্ট বাতিল করা হল। আগামী মরশুম থেকে নতুন করে সব টুর্নামেন্ট শুরু হবে। বিগত বছরগুলোর মতো পয়লা সেপ্টেম্বর থেকে ক্রিকেটের দলবদল মরশুম শুরু করার ভাবনা সিএবির। টুর্নামেন্ট বাতিল হলেও ক্লাবগুলোকে তাদের অনুদানের টাকা পুরোটাই দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন সিএবি কর্তারা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.