মরসুমে এই প্রথম ২৯ পেরোল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, লু বইবে না জানাল হাওয়া অফিস

0
1

তীব্র দাবদাহে পুড়ছে দেশের একাংশ। পুড়ছে বাংলাও। গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। একটু বৃষ্টির জন্যে তাকিয়ে আছে সাধারণ মানুষ।
যদিও মরসুমে এই প্রথম ২৯ পেরিয়ে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বিগত কয়েকদিন ধরে বেড়েছে গরম। অস্বস্তিকর আবহাওয়াকে আর অস্বস্তিকর করে তুলছে অতিরিক্ত আর্দ্রতা।
এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল মৌসম ভবন। আগামী তিন-চারদিন লু বইবে না বলে জানানো হয়েছে । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মরশুমে গোটা দেশেই স্বাভাবিক বর্ষা হবে। ইতিমধ্যে বর্ষার দীর্ঘকালীন চূড়ান্ত পূর্বাভাস জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
মৌসম ভবনের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এবার জুন থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালে দীর্ঘকালীন গড় মাত্রার ৯৬ শতাংশ বৃষ্টি হতে পারে। দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের পরিমাণ হবে ৮৯ সেন্টিমিটার। বৃষ্টি হওয়ার ছ’টি প্রভাব পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছে আবহাওয়া দফতর।
শুধু তাই নয়, দেশের কোথায় কত বৃষ্টি হতে পারে তা নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।