কেন কিছু মানুষ কখনও করোনায় আক্রান্ত হবেন না?

0
2

বিশ্বজুড়ে বিদ‍্যুৎগতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও। তবে এই বিশ্ব মহামারিতেও কিছু মানুষ কখনও করোনায় আক্রান্ত হবেন না। সম্প্রতি এক নতুন গবেষণায় এমনই দাবি করা হয়েছে। গবেষণাটি গত মাসে সেল জার্নালে প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট সায়েন্স অ্যালার্ট।

এই গবেষণায় বলা হয়েছে, কিছু মানুষের শরীরে প্রতিরোধ ব্যবস্থা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাদের শরীরে এমন ধরনের ‘টি সেল’ রয়েছে, যার জন‍্য তারা কখনও কোভিডে আক্রান্ত হবেন না। সমীক্ষায় দেখা গিয়েছে, কিছু মানুষের শরীরে সহায়ক টি-সেল রয়েছে যা ভাইরাসকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। ওই গবেষণায় বলা হয়, বিভিন্ন ধারার ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার কারণে অনেক মানুষের শরীরে ভাইরাসবিরোধী টি- সেল তৈরি হয়। এই টি-সেল করোনা রুখে দিতে সক্ষম। সায়েন্স অ্যালার্ট বলছে, চিকিৎসাবিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয় ‘ক্রস-রিয়‍্যাক্টিভিটি’। গবেষণায় মোট ৪০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০ জন করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছে। বাকি ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে। যারা আগে অন্য কোনো ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সেই ২০ জন আক্রান্ত হননি। বিজ্ঞানীরা আরও দাবি করছেন, যাদের শরীরে মৃদু করোনা ভাইরাসের উপসর্গ ছিল, তাদের শরীরেও এমন কিছু টি-সেল এবং অ্যান্টিবডি তৈরি হতে পারে যেগুলো ভবিষ্যতে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করবে।