কেরলে অন্তঃসত্ত্বা হাতির হত্যাকাণ্ড নিয়ে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন
বিস্ফোরক মন্তব্য করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
হাতি মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “এইরকম ঘটনা অতি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমরা মানুষ হিসেবে নিজেদেরকে প্রকৃতিপ্রেমী ও পশুপ্রেমী হিসেবে দাবি করি। কিন্তু এইরকম কাজকর্ম মানুষের রুচিবোধের পরিচয় দেয়। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের শাস্তি দিলে আগামী দিনে কেউ এরকম কাজ করবে না, বা এইরকম কাজ থেকে বিরত থাকবে।”






























































































































